মেসির শোকেসে নতুন তিন পুরস্কার

প্রথম পাতা » খেলা » মেসির শোকেসে নতুন তিন পুরস্কার
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩



মেসির শোকেসে নতুন তিন পুরস্কার

মৌসুম শেষে লিওনেল মেসি বার্সেলোনায় ফিরে যাবেন বলে গুঞ্জন। ওই গুঞ্জনের মধ্যে সুখবর পেলেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে শিরোপা জেতা মেসি।

ইন্টারন্যাশনাল ফুটবল হিস্টোরি এন্ড স্ট্যাটিসটিকস ফেডারেশন (আইএফএফএইচএস) তাকে তিনটি পুরস্কারে ভূষিত করেছে। 

 

মেসিকে আইএফএফএইচএসের ২০২২ সালের সেরা ফুটবলারের পুরস্কার, সেরা প্লে মেকারের পুরস্কার ও বিশ্বের সেরা আন্তর্জাতিক গোলদাতার পুরস্কার দেওয়া হয়েছে।

 

মেসি নতুন তিন পুরস্কারের ছবি ইনস্টাগ্রামে দিয়ে লিখেছেন, ‘২০২২ সালের পারফরম্যান্সের জন্য ইন্টারন্যাশনাল ফুটবল হিস্টোরি এন্ড স্ট্যাটিসটিকস ফেডারেশনের থেকে তিনটি পুরস্কার পাওয়া বিশেষ সম্মানের, আপনাদের ধন্যবাদ।’ 

লিওনেল মেসি গত মৌসমে বার্সা ছেড়ে পিএসজি যোগ দেন। প্যারিসের দলটির হয়ে প্রথম মৌসুমে তিনি তেমন ভালো খেলতে পারেননি। চলতি মৌসুমেও মেসি বার্সার মতো সফলতা পাননি। তবে লিগ ওয়ানের তৃতীয় ফুটবলার হিসেবে ১৫ গোল করে ও সহায়তা দিয়ে রেকর্ড গড়েছেন। জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হলে আবার ক্যাম্প ন্যুতে ফিরতে পারেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯:০৩:২৫   ৬৬ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ