ফেসবুক টিমের সঙ্গে ইসির বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারি » ফেসবুক টিমের সঙ্গে ইসির বৈঠক
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩



ফেসবুক টিমের সঙ্গে ইসির বৈঠক

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অপপ্রচাররোধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহায়তা নিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য ফেসবুক কর্তৃপক্ষের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছে ইসি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসি সূত্র জানায়, এ প্রতিনিধি দল আগামী জাতীয় নির্বাচনে বিভিন্ন প্রচারমূলক কাজে সম্পৃক্ত হতে চায়। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে তারা কীভাবে সহায়তা দিতে চায়-মূলত সে বিষয়েই আলোচনা হবে। বৈঠকে অংশ নিতে মেটার বাংলাদেশ-বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এরমধ্যেই সিঙ্গাপুর থেকে ঢাকায় এসেছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, ফেসবুকের প্রতিনিধি দল এরমধ্যেই সাক্ষাতের সময় চেয়েছে। বৈঠকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার বন্ধ করার বিষয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:৪৩   ৫৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জামালপুরে সরিষাবাড়ী সাব-রেজিস্টার অফিসে দুদকের অভিযান
ফতুল্লায় আলোচিত মুরাদ হত্যার ২১ বছর পর আসামী মাসুম গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের শুল্ক সমাধানে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা
আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াত
ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় ঐতিহাসিক চুক্তিতে পৌঁছাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেশগুলো



আর্কাইভ