হতাশাজনক এক ফল নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল আর্জেন্টিনা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে এক পয়েন্ট পাওয়া আর্জেন্টিনা আশা জিইয়ে রেখেছিল শেষ ম্যাচ পর্যন্ত। তবে শেষ ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হারে এবারও বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল লা আলবিসেলেস্তেদের।
নকআউট পর্বে যেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় ভিন্ন কোন পথ খোলা ছিল না আর্জেন্টিনার কাছে। তবে শেষ ম্যাচেও সমর্থকদের হতাশ করেছে আর্জেন্টিনার নারীরা। প্রথম হাফে সুইডেনকে গোল করা থেকে আটকিয়ে রাখলেও, দ্বিতীয় হাফে দুই গোল হজম করে তারা।
ম্যাচের ৬২ মিনিটে ডানপ্রান্ত থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে সুইডেনকে এগিয়ে দেন রেবেকা ব্লুমভিস্ট। এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় গোল। আর ম্যাচের ৯০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনার আশা একেবারে শেষ করে দেন এলিন রুবেনসন। এই দুই গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করে সুইডেন। আর আরও একবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় আর্জেন্টিনার নারীদের।
গ্রুপ পর্বে টেবিলের তলানিতে থেকেই বিদায় নিতে হল আর্জেন্টিনাকে। ফিফা নারী বিশ্বকাপের যাত্রা শুরু ১৯৯১ সালে। আর্জেন্টিনার মেয়েরা প্রথম বার সুযোগ পায় ২০০৩ সালে। পরের আসরেও বিশ্ব আসরে জায়গা করে নেয় তারা। এরপর আবার দুই আসার কোয়ালিফাই করতে ব্যর্থ হয়। ৮ বছরের বিরতি দিয়ে তারা আবার ২০১৯ সালে সুযোগ পায়।
তবে আগের তিনবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। এবারই তার ভিন্ন কিছু হল না। এদিকে ‘জি’ গ্রুপের আরেক নাটকীয় ম্যাচে ইতালিকে ৩-২ গোলে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সময়: ১৭:০৩:৪৯ ৬৮ বার পঠিত