ইতালিতে বাড়ছে অবৈধ অভিবাসন, যা বলছেন প্রবাসী বাংলাদেশিরা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতালিতে বাড়ছে অবৈধ অভিবাসন, যা বলছেন প্রবাসী বাংলাদেশিরা
বুধবার, ২ আগস্ট ২০২৩



ইতালিতে বাড়ছে অবৈধ অভিবাসন, যা বলছেন প্রবাসী বাংলাদেশিরা

গ্রীষ্মের শুরু থেকেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ অভিবাসীর ঢল নামছে ইউরোপে। হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে ইতালি, স্পেন ও গ্রিস। চলতি বছর এ পর্যন্ত প্রায় ৯০ হাজার অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে। আর গত দেড় বছরে দেশটিতে প্রবেশ করেছে ২১ হাজারেরও বেশি বাংলাদেশি। অবৈধ পথে প্রবেশ করায় ইতালিতে বৈধতার সুযোগ দেখছেন না প্রবাসী বাংলাদেশিরা।

ইতালির লাম্পদোসায় প্রায় প্রতিদিনই আসছেন বাংলাদেশিসহ বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী। করোনা মহামারির পর চলতি বছরের গ্রীষ্মে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী এসেছে দেশটিতে। উপকূলে কঠোর নজরদারির পরও ছোট ছোট কাঠের কিংবা প্লাস্টিকের নৌকায় বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করেন অনেকে।

গত দেড় বছরে ইতালিতে অবৈধ বাংলাদেশি এসেছেন ২১ হাজার ৭১১ জন। তাদের মধ্যে চলতি বছরের প্রথম ৭ মাসেই ইতালিতে প্রবেশ করেছেন ৬ হাজার ৭২৯ জন বাংলাদেশি। ইতালি ছাড়াও স্পেন এবং গ্রিসেও অবৈধভাবে প্রবেশ করেছেন বিপুলসংখ্যক বাংলাদেশি। মানবিক কারণে এই অবৈধ অভিবাসীদের উদ্ধার করে নেয়া হচ্ছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে।

তবে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বলছেন, অবৈধ পথে ইউরোপযাত্রা বন্ধ হওয়া উচিৎ। যারা এভাবে আসছেন তাদের নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নেই।

তারা জানান, গ্রীষ্মে সাগর শান্ত থাকে। এর সুযোগই নিচ্ছেন অবৈধ অভিবাসীরা। ছোট ছোট নৌকায় করে তারা আসছেন ইতালিতে, যা খুবই বিপজ্জনক পথ।

চলতি বছর শুধু ইতালিতেই এসেছেন ৮৯ হাজার ২৫৩ জন অবৈধ অভিবাসী। ইতালি সরকার অবৈধ অভিবাসী বন্ধে এরইমধ্যে বৈধভাবে শ্রমিক আনার ঘোষণা দিয়েছে। যার আওতায় ২০২৫ সাল নাগাদ সাড়ে চার লাখেরও বেশি শ্রমিক ইতালিতে আসবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:৫৯:৫৪   ৪৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের



আর্কাইভ