পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, কৃষকদল নেতা নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারি » পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, কৃষকদল নেতা নিহত
রবিবার, ৭ মে ২০২৩



পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, কৃষকদল নেতা নিহত

পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) কৃষকদলের সহ-সভাপতি আলমগীর হোসেন (৪৫) নিহত হয়েছেন।

শনিবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

এরআগে দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ-দাসেরহাট সড়কের কুশাখালী এলাকাসংলগ্ন নতুন তেওয়ারীগঞ্জের তৈয়ব চৌধুরী পোলের গোড়ায় এ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

নিহত আলমগীর তেওয়ারীগঞ্জের শহর কসবা গ্রামের শাহ আলমের ছেলে। তিনি পেশায় গ্রাম্য চিকিৎসক ছিলেন।

জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক নাছির আলম মিশন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলমগীর বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে করে তার ফার্মেসিতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। এতে আলমগীর গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে নোয়াখালীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে তাকে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থেকে মারা যান তিনি।

লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১০:৩২:৪৮   ৪৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ