হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও নিজের জীবন নিয়ে কথা বলতে বেশি পছন্দ করেন না। কিছুদিন আগে শোনা যাচ্ছিল তার চেয়ে কুড়ি বছরের ছোট ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সুন্দরীর প্রেমে পড়েছেন তিনি।
২৮ বছর বয়সী এই সুপার মডেলের নাম নীলম গিল। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নীলমকে দেখা গিয়েছিল। কানে এবার লিওনার্দোও অতিথি ছিলেন।
একসঙ্গে উৎসবে দেখা যায় তাদের। তারপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু। অবশেষে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নীলম বিষয়টি খোলাসা করেন।
ইনস্টাগ্রামে নীলম জানান, তারা শুধুই বন্ধু। এমনকি ডি ক্যাপ্রিও নয়, তার বন্ধুর সঙ্গে সম্পর্কে রয়েছেন বলেও জানান তিনি।
নীলম লেখেন- আমি লিওনার্দো ডিক্যাপ্রিওর নতুন প্রেমিকা নই। আসলে আমি তার ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সম্পর্কে রয়েছি। অনেক মাস ধরেই আছি। আমাদের একসঙ্গে দেখার একমাত্র কারণ, আমি সেখানে আমার সঙ্গীর সঙ্গে ছিলাম। লিওনার্দোও সেখানে ছিলেন। আশা করি মিথ্যা গল্পগুলো এবার বন্ধ হবে।
বাংলাদেশ সময়: ১৬:১২:২৯ ৪২ বার পঠিত