মাদককারবারির ফেলে যাওয়া ব্যাগে মিলল এক কেজি আইস

প্রথম পাতা » চট্রগ্রাম » মাদককারবারির ফেলে যাওয়া ব্যাগে মিলল এক কেজি আইস
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩



মাদককারবারির ফেলে যাওয়া ব্যাগে মিলল এক কেজি আইস

কক্সবাজারের উখিয়ায় মাদককারবারির ফেলে যাওয়া ব্যাগ থেকে এক কেজি ৪৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩১ জুলাই) রাত ১টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া নামক স্থান থেকে ওই আইস জব্দ করা হয়।

মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

এক বার্তায় তিনি জানান, মাদক ব্যবসায়ীরা ক্রিস্টাল মেথ বা আইস নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে এমন তথ্য পাওয়া যায়। এর প্রেক্ষিতে বিজিবির টহলদল উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।

রাত ১টার দিকে কয়েকজনকে সীমান্ত দিয়ে পায়ে হেঁটে বাংলাদেশে আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ অবস্থায় মাদককারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে দ্রুত জঙ্গল দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল থেকে বিজিবি টহলদল তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে এক কেজি ৪৫ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করতে সক্ষম হয় বলে জানান বিজিবি অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৩:২৯:১৭   ৮৩ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬
আগামী ১৪ মে কালুরঘাটে রেল ও সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন : ফারুক ই আজম
বাংলাদেশে উগ্রপন্থিদের সুযোগ দেওয়া হবে না : মাহফুজ আলম
সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি



আর্কাইভ