পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের বিদায়ী রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন। রোববার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও নেদারল্যান্ডের সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূতের অবদানের কথা উল্লেখ করেন পররাষ্ট্রসচিব। তিনি বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ। কৃষি ও কৃষি প্রক্রিয়াকরণ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আইটি, জলবায়ু পরিবর্তন এবং নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে অংশীদারিত্ব এবং বিনিয়োগ উভয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।
পররাষ্ট্রসচিব অর্থনীতি, আধুনিক টেকসই কৃষি, সবুজ শক্তি এবং টেকসই ভবিষ্যতের জন্য ডেল্টা পরিকল্পনায় ডাচ নেতৃত্বের প্রশংসা করেন এবং এ খাতে বাংলাদেশের দক্ষতা উন্নয়নে ডাচদের সহায়তা কামনা করেন। তিনি রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে ডাচ সরকারের সমর্থন চান।
বিদায়ী রাষ্ট্রদূত ঢাকায় দায়িত্ব পালনকালে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং এ সংকটের সমাধান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৬:০১:১০ ৫৭ বার পঠিত