রুপালি পর্দায় এবার অভিনয় করলেন গায়ক শান

প্রথম পাতা » ছবি গ্যালারি » রুপালি পর্দায় এবার অভিনয় করলেন গায়ক শান
রবিবার, ৭ মে ২০২৩



রুপালি পর্দায় এবার অভিনয় করলেন গায়ক শান

দুই বাংলাতেই সমান জনপ্রিয় কণ্ঠশিল্পী শান। বাঙালি এ গায়ক শান নামে পরিচিতি পেলেও তার আসল নাম শান্তনু মুখোপাধ্যায়। সম্প্রতি গানের পাশাপাশি অভিনয়েও নাম লিখিয়েছেন তিনি।

রুপালি পর্দায় শানকে দেখা যাবে পাপারাও বিয়ালাস পরিচলিত ‘মিউজিক স্কুল’ নামের সংগীতনির্ভর সিনেমাতে। পরিচালক প্রথমে সিনেমার গানের জন্যই তাকে পছন্দ করেছিলেন। তবে স্টুডিওতে গান গাওয়ার সময় শানকে দেখে পরিচালকের হঠাৎ মনে হয়, সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে শানই উপযুক্ত।

এরপরই পরিচালক পাপারাও শানকে সিনেমার চিত্রনাট্য শুনান। কাহিনি শুনে রাজি হয়ে যান শানও। সিনেমায় কাজ করা প্রসঙ্গে শান বলেন, যখন ‘মিউজিক স্কুল’-সিনেমার গানে কাজ করা শুরু করলাম, তখন ধারণাই ছিল না যে, তাতে অভিনয়ও করে ফেলব!

আইপিএস অফিসার থেকে পরিচালক হওয়া পাপারাও জানান, শান শুধু একজন অসাধারণ গায়কই নন, একজন স্বতঃস্ফূর্ত, অভিনেতাও।

এদিকে সিনেমার জন্য তৈরি ১১ গানের একটি মুক্তি পেতে চলেছে এ বছরই। সিনেমাটিতে ছাত্রদের পড়াশোনার চাপ, তাদের অভিভাবক, শিক্ষকদের আধুনিক সমাজে কী পরিস্থিতি হয় এসব সংবেদনশীল বিষয় তুলে ধরা হবে। সিনেমাটির শুটিং হচ্ছে হিন্দি, তেলেগু ভাষায়। তবে তামিল ভাষায় ডাব করেও প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার কথা রয়েছে সিনেমাটির।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময়: ১০:১৫:৪৩   ৮১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬
পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে: রিজভী
তরতাজা তরুণদের হত্যার বিচার হতেই হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : অ্যাটর্নি জেনারেল
কূটনৈতিক টিম নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সুন্দরবন পরিদর্শন



আর্কাইভ