ফেনীতে গ্রাহক সেবা নিশ্চিতে ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রথম পাতা » চট্রগ্রাম » ফেনীতে গ্রাহক সেবা নিশ্চিতে ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
শনিবার, ২৯ জুলাই ২০২৩



ফেনীতে গ্রাহক সেবা নিশ্চিতে ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে ফেনীতে মাঠপর্যায়ে ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে আজ শনিবার সকালে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন- ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান।
উদ্বোধনী পর্বে জেলাপ্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে সচিব বলেন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে ক্যাশলেস ভূমি অফিস একটি গুরুত্বপূর্ণ বিষয়। যা বাস্তবায়নে ইতোমধ্যে একাধিক আইন সংশোধন হয়েছে, নীতিমালা প্রণয়নের কাজ আশানুরূপ এগিয়েছে।
ক্যাশলেস ভূমি সেবা প্রসঙ্গে বিশেষ অতিথি ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক অনলাইনে বলেন, সেবাপ্রদানে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সৎ হতে হবে। সততা ব্যতিত ক্যাশলেস হলেও সেবা কার্যক্রম যথাযথ হবে না।
অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ও রিসোর্সপার্সন হিসেবে কথা বলেন- ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. মো. জাহিদ হোসেন পনির এবং উপ-সচিব সেলিম আহমদ।
জেলা প্রশাসনের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, ভূমি ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তাদের সাথে আলোচিত বিষয়ের মধ্যে রয়েছে, ই-নামজারি বাস্তবায়নে কারিগরি সমস্যা-সমাধান, ড্যাশবোর্ডের মাধ্যমে ই-নামজারি কার্যক্রম মনিটরিং কৌশল, অনলাইন খতিয়ান ও ম্যাপ সেবা অন্যতম।
প্রশিক্ষণ প্রসঙ্গে ড. পনির জানান, ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে সমস্যা চিহ্নিতকরণ ও সেবার মান বাড়াতে মাঠ পর্যায়ের ভূমি অফিস কর্মকর্তাদের নিয়ে আলোচনা হয়েছে।
মাঠপর্যায়ে ভূমি কর্মকর্তাদের কাজ করতে উদ্ভুত সমস্যা উপ-সচিব সেলিম আহমেদ বলেন, ডিজিটাল ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ চলছে। গণমাধ্যম জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে।
সভাপতির বক্তব্য জেলাপ্রশাসক উল্লেখ করেন, ফেনীতে ভূমি অফিসের অনলাইনসেবা সম্পূর্ণ বাস্তবায়নে বিশেষ গুরুত্ব ও কার্যকর ভূমিকা নেওয়া হচ্ছে।
এসব প্রসঙ্গে যুগ্ম-সচিব বলেন, গ্রাহকপর্যায়ে প্রাথমিক আবেদন করতে নিবন্ধিত এজেন্ট ব্যবস্থা চালু হবে।
এতে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার ফেনীর উপ-পরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) অভিষেক দাশ।
জেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণে অংশ নেন ৬ সহকারি কমিশনার (ভূমি) ৩৫ ইউনিয়ন সহকারি ও উপ-সহকারি কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:০৭   ৪৪ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য -সুপ্রদীপ চাকমা



আর্কাইভ