বিপুল পরিমাণ দেশী অস্ত্রসহ ইউপি চেয়ারম্যানের দেহরক্ষী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিপুল পরিমাণ দেশী অস্ত্রসহ ইউপি চেয়ারম্যানের দেহরক্ষী আটক
শনিবার, ২৯ জুলাই ২০২৩



বিপুল পরিমাণ দেশী অস্ত্রসহ ইউপি চেয়ারম্যানের দেহরক্ষী আটক

বিপুল পরিমাণ দেশী অস্ত্রসস্ত্রসহ পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউপি চেয়ারম্যানের দেহরক্ষী আনিসুর রহমান তালুকদারকে আটক (৪৮) করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে তাকে আটক করা হয়।

এ সময় তার লাছে একটি পিস্তল, একটি পাইপগান, ৫ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশী অস্ত্র জব্দ করা হয়।

আটককৃত আনিসুর রহমান এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও স্থানীয় কেশবপুর ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পুকুর দেহরক্ষী হিসেবে পরিচিতি। তার বাবার নাম মোজাম্মেল তালুকদর।

পুলিশ জানায়, বাউফল সার্কেলের সিনিয়র সহকারী উপ- পরিদর্শক (এএসপি) শাহেদ আহমেদ চৌধুরী ও বাউফল থানা পুলিশের ওসি (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে বাউফলের কেশবপুর ইউনিয়নের কেশবপুর ডিগ্রি কলেজ ক্যাম্পাসের একটি টিনশেড ঘর থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। কলেজের এই ঘরটি ইউপি চেয়ারম্যান তার ব্যক্তিগত কাজে ব্যবহার করেন বলে জানা গেছে।

তবে ইউপির চেয়ারম্যান সালেহ উদ্দিন আটককৃত আনিছুর রহমান তার লোক নয় বলে দাবি করেন।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিফুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩:৪১:২৬   ৪৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ