মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল কোনো কারণে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। পিতার সাথে মতবিরোধ হতে পারে। জমিজমা কেনার ব্যাপারে আরো খোঁজ-খবর নিন। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। বিবাহিতা কন্যার কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কোনো ঘটনায় সাময়িক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে মন বসানো কঠিন হতে পারে। কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন ব্যবসায়িক ভালো যাবে। তবে প্রবল প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। শরীর হঠাৎ অসুস্থ হতে পারে। প্রাপ্তি যোগ আছে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। চঞ্চলতা পরিহার করুন। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। উদ্যম বাঁধাগ্রস্ত হতে পারে। ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ। সুনাম ও সাফল্য পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। প্রত্যাশা পূরণ বিলম্বিত হতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট প্রতিনিধিত্বমূলক কাজে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করুন। দীর্ঘ প্রচেষ্টায় আজ সুফল পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর কেউ আজ সরলতার সুযোগ নেয়ার চেষ্টা করবে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কলহ-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। দাম্পত্য ভুল বুঝাবুঝি পরিহার করতে পারলে ভালো করবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর ব্যবসায়িক দিক ভালো যাবে। আজ কোনো ধরনের সমস্যায় নিজেকে জড়াতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। পেশাজীবীদের সময় অনুকূল থাকবে। আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলতে পারলে ভালো করবেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর নতুন কোনো ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করতে পারেন। বিনিয়োগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। আর্থিকদিক ভালো যাবে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। ব্যয় সংকোচন নীতি অবলম্বন করুন। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর কামকর্মে অগ্রগতি ব্যাহত হতে পারে। হতাশাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। উচ্চ শিক্ষায় নিয়োজিতদের জন্য দিনটি শুভ। শিক্ষার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে। সন্তানের কোনো ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি ভাইবোনদের সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। তিক্ততা এড়িয়ে চলুন। আর্থিক দিক ভালো যাবে। কোনো ধরনের আইনগত সমস্যার উদ্ভব হতে পারে। হঠাৎ ভালো কোনো সংবাদ পেতে পারেন। সমস্যায় মোকাবিলায় শুভানুধ্যায়ীদের পরামর্শ নিন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রয়ারি কাজকর্মে সাফল্য পেতে পারেন। মানসিক প্রশান্তি বজায় থাকবে। বিদ্যার্থীদের সময় অনুকূল থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। উত্তেজনা পরিহার করুন।
মীন রাশি
১৯ ফেব্রয়ারি-২০ মার্চ চাকরিতে আজ ভালো কিছু ঘটতে পারে। আজ কোনো সুখবর পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। গৃহে অতিথি সমাগম হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে।
বাংলাদেশ সময়: ০:১৩:২৪ ৫৫ বার পঠিত