ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

প্রথম পাতা » খেলা » ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
শনিবার, ২৯ জুলাই ২০২৩



ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

জয় দিয়ে এবারের ফিফা বিশ্বকাপ শুরু করেছে ব্রাজিল নারী ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে পানামাকে ৪-০ গোলে হারিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে শনিবার (২৯ জুলাই) ফ্রান্সের মুখোমুখি হচ্ছে সেলেসাওরা।

অস্ট্রেলিয়ার সানকর্প স্টেডিয়ামে বিকাল ৪টায় ব্রাজিল ও ফ্রান্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হবে সেলেসাওদের।

আরও পড়ুন: মানের ব্যাপারে বায়ার্নের সঙ্গে সম্মতিতে পৌঁছেছে আল নাসর

প্রথম ম্যাচে জেতায় ৩ পয়েন্ট পায় ব্রাজিল। অন্যদিকে জ্যামাইকার সঙ্গে ড্র করায় এক পয়েন্ট পায় ফ্রান্স। ব্রাজিল শীর্ষে হলেও টেবিলে ফ্রান্স ও জ্যামাইকার স্থান যথাক্রমে দুই ও তিন নম্বরে। ফ্রান্সের বিপক্ষে জিতলে ব্রাজিলের মেয়েদের পয়েন্ট হবে ৬। তখন ফ্রান্স পরের ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ৪। অর্থাৎ ব্রাজিলকে আর পেছনে ফেলার সুযোগ থাকবে না ফরাসি মেয়েদের সামনে।

অন্যদিকে জ্যামাইকা পরের দুটি ম্যাচে জিতলে ব্রাজিলের সঙ্গে নকআউট পর্বে পা রাখবে। তারা অন্তত একটিতে হারলেও সুযোগ থাকবে ফ্রান্সের সামনে। সেক্ষেত্রে ফ্রান্স ও জ্যামাইকার পয়েন্ট, গোল ব্যবধান বিবেচনায় আসতে পারে। আবার পানামা বাকি দুই ম্যাচে জয় পেলে তারা হবে ব্রাজিলের সঙ্গী।

বাংলাদেশ সময়: ১৩:২৭:১৪   ৪১ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ