ব্রাহ্মণবাড়িয়ায় টয়লেট থেকে ১৪৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

প্রথম পাতা » চট্রগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় টয়লেট থেকে ১৪৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩



ব্রাহ্মণবাড়িয়ায় টয়লেট থেকে ১৪৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টয়লেট থেকে ১৪৫ কেজি গাঁজাসহ মো.আশিক মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়।

আটক আশিক হরিপুর গ্রামের মো. রেনু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর গ্রামের আশিক মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে তল্লাশি চালিয়ে বাড়ির ভেতরের টয়লেট থেকে ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:২৭   ৬৫ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬
আগামী ১৪ মে কালুরঘাটে রেল ও সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন : ফারুক ই আজম
বাংলাদেশে উগ্রপন্থিদের সুযোগ দেওয়া হবে না : মাহফুজ আলম
সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি



আর্কাইভ