এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩



এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

পাল্টাপাল্টি সমাবেশের সিদ্ধান্ত রাজনৈতিক। তবে এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে একই শর্তে আওয়ামী লীগ এবং বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হতে পারে। কেন একই দিনে সমাবেশ, সে প্রশ্নের উত্তর দেবে রাজনৈতিক নেতারা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজপথে সমাবেশ না করতে এবং রাস্তায় সমাবেশ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানাই। কেউ রাজপথে সমাবেশ করলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। কোনো সহিংসতা ঘটলে সে দায়ও নিতে হবে।

তিনি বলেন, দেশে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে কোনো বাধা নাই। তবে, তারা যেন কোনো ধ্বংসাত্মক কিছু না করে। কোথাও জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে, ভাঙচুর না করে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:১২   ৬০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
জুলাই গণঅভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় : নাহিদ ইসলাম
ট্রাম্প-মোদি-শি নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: মির্জা ফখরুল
সংবিধানের মৌলিক সংস্কারের কথা বলেছি : আখতার হোসেন
ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা



আর্কাইভ