একদিনে রেকর্ড ১৭৪ ডেঙ্গু রোগী পটুয়াখালীর হাসপাতালে

প্রথম পাতা » ছবি গ্যালারি » একদিনে রেকর্ড ১৭৪ ডেঙ্গু রোগী পটুয়াখালীর হাসপাতালে
বুধবার, ২৬ জুলাই ২০২৩



একদিনে রেকর্ড ১৭৪ ডেঙ্গু রোগী পটুয়াখালীর হাসপাতালে

চলতি মৌসুমের সব রেকর্ড ভেঙে পটুয়াখালীতে একদিনে ডেঙ্গ আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৭৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে ২৪ জুলাই একদিনে ১৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড ছিল।

বুধবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ওই ১৭৪ রোগী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ উপজেলার সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া জেলায় মোট আক্রান্ত ৭০৪ রোগী আক্রান্ত হয়; সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৩০ জন। এছাড়া নতুন করে আক্রান্ত ১৭৪ জনের মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে ভর্তি বেশির ভাগ রোগী ঈদে ঢাকা থেকে আসা মানুষের মাধ্যমে এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে গ্রামেও উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তিল পরিমাণ ঠাঁই নেই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। মেঝেতে বারান্দায় চিকিৎসা নিচ্ছে রোগীরা।

আমতলী উপজেলা থেকে আসা আব্দুল ছোবাহন বলেন, কিছুদিন আগে ঢাকা থেকে বাড়ি ফিরতেই আমার ডেঙ্গু হয়েছে। গ্রামে এখন ঘরে ঘরে ডেঙ্গু রোগী।

পটুয়াখালী ৯নং ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান মীয়া বলেন, পটুয়াখালী শহরে আগে মশা নিধনের জন্য স্প্রে করা হলেও তাতে কোনো কাজ হয় না।

সদর উপজেলার জৈনকাঠী থেকে চিকিৎসা নিতে আসা মো মাফুজুর রহমান বলেন, শহরে ডেঙ্গু নিধনের জন্য স্প্রে করা হলেও আমাদের গ্রামে কোনো পদক্ষেপে না থাকায় আমরা গ্রামের মানুষ ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছি।

পটুয়াখালী মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, দিন দিন আমাদের ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা রোগীতের চিকিৎসা দিয়ে যাচ্ছি। এতো বেশি রোগী আসছে আমাদের বাধ্য হয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:৫৫:৩৪   ৪২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ