টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় বেড়েই চলছে ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
বুধবার (২৬ জুলাই) টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮১ জন ও সুস্থ হয়েছেন ২১৯ জন। তবে বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ৬২ জন।
এদিকে নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১১ জন, নাগরপুর উপজেলায় দুজন, মির্জাপুর উপজেলায় দুজন, মধুপুর উপজেলায় পাঁচজন, গোপালপুর উপজেলায় একজন রয়েছেন।
তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান বলেন, বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং জমানো পানি পরিষ্কার রাখতে হবে। যাতে করে ডেঙ্গু বিস্তার করতে না পারে। বর্তমানে আক্রান্ত রোগীরা সুস্থ আছেন। তাদের জন্য মশারি টাঙিয়ে আলদা ব্যবস্থার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৪৩:২০ ৪২ বার পঠিত