জেলার লালমোহন উপজেলায় আজ ৯০জন গ্রাম পুলিশের মধ্যে পোশাক ও আনুষাঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়েছে।
বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রত্যেকের হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল।
ইউএনও জানান, আমাদের গ্রামীণ আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উপজেলার ৯টি ইউনিয়নের মোট ৯০ জন গ্রাম পুলিশ সদস্যকে এসব পোশাক দেয়া হয়েছে। পোশাকের সঙ্গে ছাতা, লাইট, জুতা ও বেল্ট রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৩১:৩২ ৪৫ বার পঠিত