হিন্দি ছবি বাংলা ছবিকে টেক্কা দিতে পারবে না: নিপুণ

প্রথম পাতা » ছবি গ্যালারি » হিন্দি ছবি বাংলা ছবিকে টেক্কা দিতে পারবে না: নিপুণ
রবিবার, ২৩ জুলাই ২০২৩



হিন্দি ছবি বাংলা ছবিকে টেক্কা দিতে পারবে না: নিপুণ

হিন্দি ছবি বাংলা ছবিকে টেক্কা দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। ‘প্রহেলিকা’ সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা ‘প্রহেলিকা’। শুক্রবার অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির বিশেষ শো। শোবিজ তারকাদের নিয়ে সিনেমাটি দেখেছেন মাহফুজ-বুবলীরা।

প্রদর্শনী শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ। হিন্দি সিনেমার আমদানি ঈদের সিনেমাগুলোকে ক্ষতির মুখে ফেলবে? এমন প্রশ্নের উত্তরে নিপুণ বলেন, ‘যখন হিন্দি সিনেমা আসছিল তখন হল মালিকরা কিন্তু আমাদের সাথে একটা কন্ডিশনে ছিলেন। হিন্দি ছবি এসেছে, চলেছে। আমাদের বাংলা সিনেমাও দর্শক দেখছে। আমি ঢাকার বাইরে শুটিংয়ে ছিলাম, সেখানে দেখলাম আমাদের ঈদের সিনেমাগুলো রান করেছে।’

চিত্রনায়িকা নিপুণ আরও বলেন, ‘আমরা এখন হলিউডের সিনেমার সাথে প্রতিযোগিতা করছি। হলিউডের সিনেমার শো কমিয়ে আমাদের বাংলা সিনেমার শো বাড়ানো হয়েছে। যেখানে আমরা হলিউডের সিনেমার সাথে প্রতিযোগিতা করতে পারছি সেখানে হিন্দি সিনেমা বাংলা ছবিকে টেক্কা দিতে পারবে না। এটা আমার বিশ্বাস।’

দেশে হিন্দি সিনেমা আমদানি নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছিল। পরে জটিলতার অবসান করে ১২ মে বাংলাদেশে মুক্তি পেয়েছিল ভারতীয় সিনেমা ‘পাঠান’। আমদানিকারক প্রতিষ্ঠানের দাবি, শাহরুখ খান অভিনীত এ সিনেমাটি প্রথম সপ্তাহে বাংলাদেশ থেকে আয় করেছে ১ কোটি ৪৫ লাখ।

শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’ দেশে মুক্তির পরিকল্পনা চলছে। এমন কথাও শোনা যাচ্ছে ফিল্মপাড়ায়। এর আগে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটিকেও দেয়া হয়েছে মুক্তির অনুমতি। তবে কবে নাগাদ মুক্তি পাবে সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি আমদানিকারক প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৬:২৭:১৫   ৮৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রূপগঞ্জে নিজ দলের হামলায় ছাত্রদল নেতা পাভেল নিহত
আল্লাহর নবী হজরত ঈসা (আ.) সম্পর্কে কোরআনে যা উল্লেখ আছে
জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল



আর্কাইভ