খালিস্তানি নেতা অমৃতপাল সিং পাঞ্জাবে গ্রেপ্তার

প্রথম পাতা » আন্তর্জাতিক » খালিস্তানি নেতা অমৃতপাল সিং পাঞ্জাবে গ্রেপ্তার
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩



খালিস্তানি নেতা অমৃতপাল সিং পাঞ্জাবে গ্রেপ্তার

খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে পাঞ্জাবের মোগা শহরে গ্রেপ্তার করেছে পুলিশ।

কয়েকটি সূত্রের দাবি, অমৃতপাল নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তারপর তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

‘ওয়ারিশ পাঞ্জাব দে’ সংগঠনের নেতা অমৃতপালের খোঁজে পাঞ্জাবের বিভিন্ন জেলায় তল্লাশি অভিযান শুরু করেছিল পুলিশ। অভিযোগ রয়েছে, অমৃতসরের কাছে অঞ্জলা থানার লকআপে বন্দি সঙ্গীকে ছাড়ানোর জন্য কয়েকশ’ জনকে নিয়ে ১৮ মার্চ হামলা চালান অমৃতপাল এবং তাঁর ঘনিষ্ঠ সঙ্গী পপ্পলপ্রীত সিং। ওই ঘটনার পর থেকেই দু’জনেই পলাতক ছিলেন। তবে ১০ এপ্রিল পপ্পলপ্রীতকে গ্রেপ্তার করে পুলিশ। অমৃতপাল অধরাই ছিলেন। এবার গ্রেপ্তার হলেন তিনিও।

 

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা আইনে অমৃতপালকে গ্রেপ্তার করা হয়েছে। পাঞ্জাব পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের মিলিত প্রচেষ্টায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে দাবি কয়েকটি সূত্রের।

অমৃতপালের বিরুদ্ধে বিভিন্ন জাতির মধ্যে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশকে আক্রমণ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

কয়েকটি সূত্র দাবি করছে, রোববার ভোরে মোগা শহরের একটি গুরুদ্বারের সামনে অমৃতপাল নিজেই পুলিশের কাছে গিয়ে ধরা দেন। তারপর তাঁকে গ্রেপ্তার করে অমৃতসরে নিয়ে যাওয়া হয়। কিন্তু পুলিশের পক্ষ থেকে এই তথ্য এখনও নিশ্চিত করা হয়নি।

মাত্র তিন দিন আগে অমৃতসরের বিমানবন্দর থেকে অমৃতপালের স্ত্রী কিরণদীপকে আটক করে পুলিশ। তিনি লন্ডনে যাচ্ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য় আটক রাখা হয়েছে। তার মাঝেই ধরা পড়লেন খালিস্তানি নেতাও।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:১৬   ৭১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ
গুলি করে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত করলো যুক্তরাষ্ট্র
জার্মানিতে ক্রিসমাস মার্কেটে হামলায় নিহত বেড়ে ৫



আর্কাইভ