আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি কুৎসা রটাচ্ছে।
আজ শনিবার কাশিয়ানী উপজেলার সাজাইল গোপী মোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আয়োজিত নতুন চার তলা বিশিষ্ট ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফারুক খান বলেন, বিএনপি জামায়েত জোট দেশে অরাজকতা নৈরাজ্য ও আগুন সন্ত্রাস ছাড়া কিছুই উপহার দিতে পারেনি। তারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে অব্যাহত চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ জনগণের ভোট ও সর্ম্পূন নিরেপেক্ষ নিবাচর্নে বিশ্বাসী। তাই আওয়ামী লীগ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন হবে অবাধ নিরেপেক্ষ।
তিনি বলেন, বিএনপি নির্বাচন নিয়ে কুৎসা রটাচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই চান গণতান্ত্রিক ভাবে দেশে সম্পূর্ণ সচ্ছ ও অবাধ ও নিরেপেক্ষ একটি নির্বাচন। জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন হবে।
ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী মো. শাহীনূজ্জামানের সভাপতিত্বে সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা কে খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হেসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইলিয়াস আক্তার সাবু, প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মূখার্জী, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২০:০৫:৪৬ ৪২ বার পঠিত