বিএনপি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তারা (বিএনপি) বাংলাদেশের গ্যাস বিক্রি এবং শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করছে।
শুক্রবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে আওয়ামী লীগের কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত অ্যাডভোকেট আবু আবদুল্লাহর বাসভবনে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি চেয়েছিল, বঙ্গবন্ধুর বিচার যাতে না হয়। এজন্য তারা (বিএনপি) ১৫ বছর দেশ চালিয়েও বিচার কার্য শুরু করেনি। তারা বিচার করার মতো সময় পায়নি! বরং আজ পর্যন্ত বিচার যেন না হয়, সেই চেষ্টা করেছে।
এ সময় আনিসুল হক আরও বলেন, আমরা তো আর ২১ আগস্ট ২০০৪ ভুলে যায় নাই, এই ষড়যন্ত্র তারা করবেই।
এতে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, খাড়েরা ইউনিয়নের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনিরসহ দলীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:৩৮:৪৫ ৬৮ বার পঠিত