কক্সবাজারে নেপালি পর্যটককে ছুরিকাঘাত, ছিনতাইকারী আটক

প্রথম পাতা » চট্রগ্রাম » কক্সবাজারে নেপালি পর্যটককে ছুরিকাঘাত, ছিনতাইকারী আটক
বুধবার, ১৯ জুলাই ২০২৩



কক্সবাজারে নেপালি পর্যটককে ছুরিকাঘাত, ছিনতাইকারী আটক

কক্সবাজারে ভ্রমণে আসা নেপালি নাগরিককে ছুরিকাঘাতের ঘটনায় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ জুলাই) ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এসপি জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি কক্সবাজার পৌর শহরের ঘোনাপাড়া এলাকার আমজুল ছেলে জাকির হোসেন (১৯) ।

পুলিশ জানায় গত ২৪ মে নেপালের নাগরিক রবি কুমার কক্সবাজার বেড়াতে আসেন। এ সময় একই দিন গাড়ি থেকে নামতেই ছিনতাইকারী দল তার সবকিছু কেড়ে নিতে গিয়ে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনার পরদিন থেকে পুলিশ জড়িত ছিনতাইকারীদের ধরতে প্রচেষ্টা চালিয়ে আসছিল।

এদিকে শহরের সব ছিনতাইকারীর ছবি সংগ্রহ করা হয়। পরে ছবি দেখে মঙ্গলবার রাতে জাকিরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

এসপি জিল্লুর রহমান জানান, মঙ্গলবার রাতে ছিনতাইকারী জাকিরকে আটক করা হয়েছে। পরে তার ছবি নেপালি পর্যটককে দেখালে তিনি ছিনতাইকারীকে চিহ্নিত করেন।

বাংলাদেশ সময়: ১৩:৫৯:৫২   ৪৩ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন



আর্কাইভ