দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাক-ভটভটি মুখোমুখি সংঘর্ষে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেও একজন।
বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বাজনাহার বাজার সংলগ্ন তৈয়বপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম লক্ষ্মীকান্ত রায় (৫৫)। তিনি বীরগঞ্জ উপজেলার মাহেরপুর গ্রামের মৃত সম্ভু চন্দ্র রায়ের ছেলে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ভটভটিটি বোচাগঞ্জ থেকে দিনাজপুর শহরে আসার সময় বিরল উপজেলার তৈয়বপুর বটতলায় আসলে অপর দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ভটভটির যাত্রী লক্ষ্মীকান্ত রায়ের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেক যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:৩৩:১৯ ৪০ বার পঠিত