দিনাজপুরে ট্রা‌ক-ভটভটি মুখোমুখি সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারি » দিনাজপুরে ট্রা‌ক-ভটভটি মুখোমুখি সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত
বুধবার, ১৯ জুলাই ২০২৩



দিনাজপুরে ট্রা‌ক-ভটভটি মুখোমুখি সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত

দিনাজপু‌রের বির‌ল উপজেলায় ট্রা‌ক-ভটভটি মুখোমুখি সংঘর্ষে এক পল্লী চিকিৎসক নিহত হ‌য়ে‌ছেন। এ সময় গুরুতর আহত হ‌য়ে‌ছেন আরেও একজন।

বুধবার (১৯ জুলাই) সকাল সা‌ড়ে ১০টার দিকে দিনাজপুর-‌বোচাগঞ্জ সড়‌কের বাজনাহার বাজার সংলগ্ন তৈয়বপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা‌ ঘ‌টে।

নিহতের নাম লক্ষ্মীকান্ত রায় (৫৫)। তিনি বীরগঞ্জ উপ‌জেলার মা‌হেরপুর গ্রামের মৃত সম্ভু চন্দ্র রা‌য়ের ছেলে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

স্থানীয়রা জানান, ভটভটিটি বোচাগঞ্জ থে‌কে দিনাজপুর শহরে আসার সময় বিরল উপ‌জেলার তৈয়বপুর বটতলায় আস‌লে অপর দিক থে‌কে আসা এক‌টি মালবাহী ট্রাক‌ের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ভটভটির যাত্রী লক্ষ্মীকান্ত রা‌য়ের মৃত‌্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেক যাত্রী‌কে উদ্ধার ক‌রে নিকটস্থ হাসপাতা‌লে প‌াঠা‌নো হয়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৩:১৯   ৪০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ