চীনে ১৪০ কিলোমিটার গতিতে টাইফুনের আঘাত

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনে ১৪০ কিলোমিটার গতিতে টাইফুনের আঘাত
মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩



চীনে ১৪০ কিলোমিটার গতিতে টাইফুনের আঘাত

চীনের দক্ষিণ উপকূলে শক্তিশালী টাইফুন তালিম আঘাত হেনেছে। উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার। চলতি বছর এটি চীনে আঘাত হানা চতুর্থ টাইফুন।

মঙ্গলবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৭ জুলাই) ১০টা ২০ মিনিটের দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়ানডং প্রদেশে টাইফুন আঘাত হানে। এর ফলে উপকূলের প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। শক্তিশালী এই ঝড়ের কারণে শত শত ফ্লাইট ও ট্রেনের শিডিউল বাতিল করা হয়।

চীনের আবহাওয়া প্রশাসন বলেছে, টাইফুনটি মঙ্গলবার সকালের মধ্যে গতি হারাতে পারে এবং বুধবার উত্তর ভিয়েতনামের দিকে এগোনের সাথে সাথে দুর্বল হয়ে পড়তে পারে। এ ছাড়া এই টাইফুনের জেরে ২০ ফুট পর্যন্ত উঁচু ঢেউ দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানে আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১৬:২৫   ৪৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ



আর্কাইভ