নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
শুক্রবার (৫ মে) এটিইউয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন শিবলু ওরফে রফিকুল ইসলাম শিবলু ওরফে যোদ্ধা অব হিন্দ (২০), জাহিদুর রহমান ওরফে জাহিদ (২৮) ও শাহাদত হোসেন (২৫)।
এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ মে) নোয়াখালী থেকে শিবলুকে গ্রেপ্তার হয়। পরে তার দেওয়া তথ্যমতে শুক্রবার (৫ মে) ভোরে কুমিল্লা থেকে জাহিদুর ও শাহাদতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি উগ্রবাদ মতাদর্শী বই, ৪টি স্মার্ট ও একটি বাটন মোবাইল ফোন এবং ১০টি মোবাইল সিম জব্দ করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা জঙ্গিবাদ প্রচারণা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা উগ্রবাদী মতাদর্শ প্রচার, নাশকতার পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিলেন।
এ ছাড়া সংগঠনের অন্যান্য সদস্যদের নিয়ে পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করার জন্য শিবলুরর নেতৃত্বে প্রতি মাসে গোপন স্থানে বৈঠক করত। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান আসলাম খান।
বাংলাদেশ সময়: ১৮:৪৭:৩১ ৫২ বার পঠিত