জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এদেশের সকল মানুষ শান্তিতে আছে।
আজ শনিবার দিনাজপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন রোগীদের এককালীন অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২০২২-২০২৩ অর্থ বছরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে এই চেক বিতরণ করা হয়।
ইকবালুর রহিম বলেন, বাংলাদেশের কোন মানুষ কষ্টে থাক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা চায় না। শেখ হাসিনা আছেন বলেই এদেশের সকল মানুষ শান্তিতে আছে। ক্যান্সার, কিডনি, হৃদরোগীদের উপহারের চেক সহায়তা প্রদান বঙ্গবন্ধু কন্যার মানবিকতার প্রকাশ।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে এদেশের মানুষ কষ্টে থাকে। বিএনপির জামাতের আমলে এসব রোগীদের কোন সহায়তা দেয়া হয়নি। বিএনপি জামায়াত ক্ষমতায় গিয়ে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল।
দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিচুর রহমানের সভাপতিত্বে ও শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলামের সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল হক প্রামানিক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী প্রমুখ।
শহর সমাজসেবা কার্যালয় দিনাজপুরের ৬৮ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ৩৪ লাখ টাকা এবং সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ৮৬ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ৪৩ লাখ টাকার চেক প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ২২:২৪:৪৩ ৫৯ বার পঠিত