অভিনেত্রীর গোপন ভিডিও ফাঁস, যা বললেন আমিশা

প্রথম পাতা » ছবি গ্যালারি » অভিনেত্রীর গোপন ভিডিও ফাঁস, যা বললেন আমিশা
শুক্রবার, ১৪ জুলাই ২০২৩



অভিনেত্রীর গোপন ভিডিও ফাঁস, যা বললেন আমিশা

বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘গদর টু’। মুক্তির আর মাত্র মাসখানেক বাকি। এরমধ্যে ফের খবরে এলো আমিশা প্যাটেল ও সানি দেওল অভিনীত এই ছবি। তবে এবার কোনো ইতিবাচক নয়, বরং নেতিবাচক খবরে শিরোনামে এলো সিনেমাটি।

এই ছবিতে মুসকান চরিত্রে অভিনয় করেছেন সিমরাত কৌর। সম্প্রতি এই অভিনেত্রীর সঙ্গমের ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়ে। আর তাতেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

‘গদর ২’ এর হাত ধরেই বড় ছবিতে ব্রেক পাচ্ছেন সিমরাত। সেই সিমরাতেরই অন্তরঙ্গ ভিডিও হঠাৎ করেই ফাঁস হলো নেটদুনিয়ায়। অনেকে মনে করছেন এই দৃশ্য আদপে ‘গদর টু’ ছবির।

তবে এই ঘটনায় খোদ সিমরাত মুখ না খুললেও, প্রতিবাদ করেছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। সোশ্যাল মিডিয়ায় আমিশা লিখেছেন, ‘সিমরাতের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা একেবারেই উচিত হয়নি। তবে প্লিজ, সিমরাতকে নিয়ে নেগেটিভিটি ছড়ানো বন্ধ হোক। নতুন প্রতিভাদের পাশে থাকুন।’

আগামী ১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে ‘গদর ২’। ছবির টিজারও প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগে এই ছবির প্রযোজক-পরিচালক অনিল শর্মার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন নায়িকা আমিশা প্যাটেল।

২২ বছর আগে বক্স অফিস কাঁপিয়েছিল ব্লকব্লাস্টার ছবি ‘গদর: এক প্রেম কথা’। দেশপ্রেম উসকে দিয়ে তারা সিং ও সাকিনা হিসেবে দর্শকদের মন জয় করেছিলেন সানি দেওল ও আমিশা প্যাটেল। সেই একই চরিত্রে এবার ‘গদর ২’ সিনেমায় অভিনয় করেছেন এই তারকা জুটি।

বাংলাদেশ সময়: ১৬:২৯:১২   ৫২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত



আর্কাইভ