সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার জামপুর ইউনিয়নের মরিচটেক, মিরেরটেক ও সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মারুফা সুলতানা খান হীরামনি।
এ সময় ৪ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৮টি বাণিজ্যিক গ্যাসলাইন বিচ্ছিন্ন করা হয়। তাছাড়া জেঅ্যান্ডজে নিটিং নামের এক ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ, সোনারগাঁ জোনাল অফিসের প্রকৌশলী রিয়াজুল ইসলাম, রিফাত আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী সোহেল আহমেদ, শাহিন মিয়া এবং সোনারগাঁ থানা পুলিশের একটি টিম।
এ বিষয়ে সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ বলেন, জামপুর ইউনিয়নের মিরেরটেক, মরিচটেক, সাদিপুর ইউনিয়নের নানাখি এলাকার প্রায় ৪ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পাশাপাশি ৮টি বাণিজ্যিক গ্যাসলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। তাছাড়া এক ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২৩:৩২:৪৭ ৪৯ বার পঠিত