রূপগঞ্জে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজকে (বিপিএএ) বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ১৩ জুলাই বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
রূপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুইয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কামরুল হাসান তুহিন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি নুরুজ্জামান খান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লাসহ আরো অনেকে।
পরে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজকে ফুল ও উপহার দিয়ে এ সংবর্ধনা দেন।
বাংলাদেশ সময়: ২৩:০৬:৪৮ ১২৭ বার পঠিত