ঢাকা, ১৩ জুলাই, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৪তম বৈঠক আজ কমিটি সভাপতি এ বি তাজুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটি সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, মোঃ আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি এবং মাসুদ উদ্দিন চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; সম্প্রতি বন্যা ঝুঁকি, বজ্রপাত এবং ঘুর্ণিঝড় মোকাবেলা বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের করণীয় সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরী যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প (৩য় পর্যায়) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে উপকূলবর্তী এলকায় সাইক্লোন শেল্টার নির্মাণের পরিবর্তে ঘরবাড়ি মজবুত করে, দুর্যোগকালীন আশ্রয় কাজে ব্যবহার করার মাধ্যমে সরকারী খরচ কমানো যায় কিনা সে বিষয়ে একটি তুলনামূলক গবেষণা পরিচালনা করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতিসমূহ সংক্ষিপ্ত সময়ে সমাধান করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্যবৃন্দ, এ পর্যন্ত মৃত্যুবরণকারী সকল সংসদ-সদস্যের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী, স্পীকার, ডেপুটি স্পীকার এবং অত্র কমিটির সভাপতি, মাননীয় সদস্যগণ ও অন্যান্য সংসদ-সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৫৬:২০ ৫০ বার পঠিত