বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, জানে পুরো পৃথিবী : কৃষিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, জানে পুরো পৃথিবী : কৃষিমন্ত্রী
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩



বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, জানে পুরো পৃথিবী : কৃষিমন্ত্রী

‘বাংলাদেশ এখন দানাজাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আর এ বিষয়টি জানে পুরো পৃথিবী’ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (১৩ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রফিকুল ইসলামের ৯০০ বিঘার আমবাগান পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, মধ্যপাচ্যসহ প্রবাসে থাকা দেশের মানুষগুলো অনেক পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠায়। যা সরকার জনকল্যাণে খরচ করে। আম রপ্তানির মাধ্যমেও বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। বৈদেশিক মুদ্রা অর্জনের ভালো খাত আম। আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার মাধ্যমে উন্নতজাত উদ্ভাবনে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে চাল ও ধান বেশি উৎপাদনের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেন। এ কারণে আজ আমরা দাবি করছি, বাংলাদেশ এখন দানাজাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আর এ বিষয়টি জানে পুরো পৃথিবী।

এ সময় অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, জেলা পরিষদের চেয়ারম্যান রহুল আমিনসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৪৭   ৮৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ