দক্ষিণ আফ্রিকায় প্রাণ গেল দুই প্রবাসী বাংলাদেশির

প্রথম পাতা » আন্তর্জাতিক » দক্ষিণ আফ্রিকায় প্রাণ গেল দুই প্রবাসী বাংলাদেশির
বুধবার, ১২ জুলাই ২০২৩



দক্ষিণ আফ্রিকায় প্রাণ গেল দুই প্রবাসী বাংলাদেশির

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই সন্ত্রাসী হামলায় প্রাণ গেল দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর। মঙ্গলবার (১১ জুলাই) দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও নর্থ ওয়েস্ট শহরে এ হামলার ঘটনা ঘটে। এদিকে একের পর এক হামলা ও খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটির বাংলাদেশি কমিউনিটিতে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য যেন আতঙ্কের দেশে পরিণত হয়েছে দক্ষিণ আফ্রিকা। কিছুদিন পরপরই হামলার শিকার হচ্ছেন প্রবাসীরা। এবার পৃথক দুই হামলায় প্রাণ গেল দুই বাংলাদেশি ব্যবসায়ীর।

কেপটাউন শহরের ডেলফ এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে নাজমুল হোসেন নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখায়।

একই দিনে নর্থ ওয়েস্ট শহরে নিজ দোকানের কর্মচারীর হাতে খুন হয়েছেন শফিকুল ইসলাম নামে আরেক বাংলাদেশি ব্যবসায়ী। জানা গেছে, মোজাম্বিকের নাগরিক ওই কর্মচারী শ্বাসরোধে হত্যা করেন শফিকুল ইসলামকে। নিহতের বাড়ি কুষ্টিয়ায়।

এদিকে দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের ওপর হামলা ও খুনের ঘটনা বাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশি কমিউনিটিতে। দক্ষিণ আফ্রিকায় গেল কয়েক মাসে সন্ত্রাসী হামলায় অন্তত ১৮ বাংলাদেশি নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২:৪৬:০৪   ৭৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ



আর্কাইভ