নির্বাচন ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বৃহস্পতিবার (৪ মে) বিকেলে সাগর সৈকত কনভেনশন হলে গাজীপুর মহানগর কৃষকলীগ আয়োজিত শহীদ আহসান উল্লাহর ১৯তম শাহাদাৎ বার্ষিকীর স্মরণসভা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গাজীপুর সিটি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশে বলেন, গণতান্ত্রিকভাবে সকলেই নির্বাচনে অংশ নিতে পারে। ক্ষমতায় যেতে হলে নির্বাচনের মধ্যেই আসতে হবে, জনগণের ভোটের মাধ্যমেই আসতে হবে। যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। নির্বাচন ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।
গাজীপুর মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র।
বাংলাদেশ সময়: ২৩:২১:১৯ ৬৫ বার পঠিত