জাপানে প্রবল বর্ষণে ৬ জনের মৃত্যুর আশঙ্কা

প্রথম পাতা » আন্তর্জাতিক » জাপানে প্রবল বর্ষণে ৬ জনের মৃত্যুর আশঙ্কা
মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩



জাপানে প্রবল বর্ষণে ৬ জনের মৃত্যুর আশঙ্কা

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই সপ্তাহের প্রবল বর্ষণে ছয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দেশটির সরকার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, কিউশু অঞ্চলের কিছু অংশে সোমবার থেকে রেকর্ড ভঙ্গ করা বৃষ্টিপাতে বিভিন্ন নদীর পানি উপচে পড়ে এবং অনেক স্থানে ভূমিধসের ঘটনা ঘটে।
সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো মঙ্গলবার সাংবাদিকদের বলেন, এ প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। কর্মকর্তারা অপর তিনজনের মৃত্যুর ঘটনার সাথে এই দুর্যোগের কোন সংশ্লিষ্টতা রয়েছে কি-না তা তদন্ত করছেন।
তিনি আরো বলেন, এমন বর্ষণ ও ভূমিধসের ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে এবং দু’জন সামান্য আঘাত পেয়েছে।
মাতসুনো বলেন, এ দুর্যোগে ‘যাদের মৃত্যু হয়েছে আমরা তাদের প্রতি আমাদের সমবেদনা জানাই এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি জানাই।’
বন্যা ও অন্যান্য ক্ষয়ক্ষতির কারণে প্রত্যন্ত কিছু এলাকার লোকজন একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তবে সেখানের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার প্রথম প্রহরের দিকে যানবাহন চলাচল ব্যাহত হয়, কিছু ট্রেন পরিষেবা বন্ধ এবং মহাসড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এদিকে এ দুর্যোগে ১৪০০ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
২০২১ সালে আতামি শহরে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে ২৭ জন প্রাণ হারায়।
২০১৮ সালে বর্ষার সময় জাপানের পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে দুই শতাধিক মানুষের মৃত্যু ঘটে।

বাংলাদেশ সময়: ১৭:১৬:৫৭   ৪০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ



আর্কাইভ