কুরুচিপূর্ণ পরিচালকের সঙ্গে রাজ কাপুরকে জড়িয়ে বোমা ফাটালেন হেমা মালিনী

প্রথম পাতা » ছবি গ্যালারি » কুরুচিপূর্ণ পরিচালকের সঙ্গে রাজ কাপুরকে জড়িয়ে বোমা ফাটালেন হেমা মালিনী
সোমবার, ১০ জুলাই ২০২৩



কুরুচিপূর্ণ পরিচালকের সঙ্গে রাজ কাপুরকে জড়িয়ে বোমা ফাটালেন হেমা মালিনী

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী জানান, সিনেমার শুটিংয়ের সময় এক পরিচালক তাকে ‘অশ্লীল’ প্রস্তাব করেন। ওই পরিচালকের পাশাপাশি ভারতের জনপ্রিয় ব্যক্তিত্ব রাজ কাপুরকে নিয়েও নতুন তথ্য দিয়ে বোমা ফাটিয়েছেন হেমা।

বলিউড ইন্ডাস্ট্রিতে ছয় দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন ‘ড্রিম গার্ল’ খ্যাত হেমা মালিনী। সিনেমায় কাজ করতে গিয়ে সম্মুখীন হয়েছেন বাজে পরিস্থিতির।

এমনই এক বাজে পরিস্থিতির কথা সম্প্রতি তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। বাজে অভিজ্ঞতার ঘটনা স্মরণ করে হেমা মালিনী জানান, একটি সিনেমার শুটিং চলছিল। ওই সিনেমার পরিচালক হঠাৎ আমার কাছে এসে বলেন, শাড়ির আঁচলের সেফটিপিনটি খুলে ফেলো।

পিঙ্ক ভিলার প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, এমন অশোভন আবদারে পরিচালককে অভিনেত্রী জানান, শাড়ির আঁচলের সেফটিপিন খুলে ফেললে তো তা নিচে পড়ে যাবে। হেমার ওই উত্তরে পরিচালক জানান, আমরা এমনই দৃশ্য শ্যুট করতে চাচ্ছি।

এমন অশোভন আবদার হেমা কখনই মেনে নেননি। এ কারণে নাম প্রকাশ না করা ওই পরিচালক মনোক্ষুণ্ন হন। এরপরই হেমা জানান, বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক, প্রযোজক ও পরিচালক রাজ কাপুরের নাম।

রাজ কাপুরকে নিয়েও হেমা বলেন, ‘সত্যম শিবম সুন্দরম’ সিনেমাটির জন্য প্রথমে রাজ কাপুর তাকে সিনেমার নায়িকা করতে চেয়েছিলেন। এই সিনেমার চিত্রনাট্য পড়ার পর রক্ষণশীল হেমা ও তার মা কাজ করতে অসম্মতি জানান।

এই সিনেমায় কিছু এমন আপত্তিকর দৃশ্য ছিল যা কখনই হেমা করতে চাননি। এ কারণে হেমার জায়গায় এ সিনেমার নায়িকা করা হয় জিনাতকে। ‘সত্যম শিবম সুন্দরম’ সিনেমায় সাহসী কিছু দৃশ্যে অভিনয় করায় এখনও আলোচনায় আছেন জিনাত।

টাইস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, সিনেমায় কাজের পুরনো দিনের এসব বাজে অভিজ্ঞতার ঘটনা ভক্তদের সঙ্গে শেয়ার করে হেমা জানান, এখন আর তিনি সিনেমায় কাজ করতে চান না। কারণ এখন সিনেমায় কাজ করা আরও চ্যালেঞ্জিং।

সিনেমায় কাজ না করলেও রাজনীতির সঙ্গে যুক্ত আছেন অভিনেত্রী। বর্তমানে মথুরার সাংসদ তিনি। রাজনৈতিক দায়িত্ব আর সংসার সামলাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ছয় দশকের বলিউডের ‘গ্লামার গার্ল’ হেমা মালিনী।

বাংলাদেশ সময়: ১০:৫৭:২২   ৪১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত



আর্কাইভ