নারীর ক্ষমতায়নে অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করছে বাংলাদেশ

প্রথম পাতা » ছবি গ্যালারি » নারীর ক্ষমতায়নে অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করছে বাংলাদেশ
রবিবার, ৯ জুলাই ২০২৩



নারীর ক্ষমতায়নে অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করছে বাংলাদেশ

শান্তি ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে দীর্ঘ দিন থেকে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করে চলেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন।

রোববার (৯ জুলাই) রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউএন উইমেন যৌথভাবে বাংলাদেশের নারী, শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত ন্যাশনাল প্ল্যান অন মাল্টি-স্টেকহোল্ডারদের পরামর্শ ও বাস্তবায়ন পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র সচিব তার বক্তব্যে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের নেতৃত্ব এবং কমিউনিটি উন্নয়ন উদ্যোগে নারীদের সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন। তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের সহিংস চরমপন্থা, বাল্যবিবাহ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির জন্য সামাজিক সংহতির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় নারীর কার্যকর ভূমিকার বিষয়ে গুরত্ব দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস গীতাঞ্জলি সিং। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিদেশি কূটনৈতিক মিশন, সুশীল সমাজের সংগঠনসহ তৃণমূল পর্যায়ের নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ডব্লিউপিএস-এর এজেন্ডা কার্যকরে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীদের সমান ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৯:১৬:২৮   ৩৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন কূটনৈতিক প্রতিবেদক
সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা
নতুন বছরে যে পাঁচটি সিরিজ অবশ্যই দেখবেন
সিলেটে কোটি টাকার ভারতীয় কাপড় ও মদ জব্দ করেছে বিজিবি



আর্কাইভ