ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (৭ জুলাই) দেশটির উত্তর-পূর্বাঞ্চলে পার্নামবুকো প্রদেশে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
নিহতদের মধ্যে ৫, ৮ ও ১৬ বছর বয়সী শিশুও রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (৭ জুলাই) পার্নামবুকো প্রদেশের রাজধানী রেসিফের পাশের এলাকা জাঙ্গায় ভবন ধসের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও এখনও ছয়জন নিখোঁজ রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ ফেসবুক পেজে একটি পোস্টে আরও জানিয়েছে, ফায়ার সার্ভিস ও পাবলিক সেফটি গ্রুপের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
পার্নামবুকোর গভর্নর রাকেল লাইরা টুইটারে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রাদেশিক সরকার দরিদ্র পরিবারগুলোতে আর্থিক সহায়তা প্রদান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১২:২৩:২৯ ৪১ বার পঠিত