অন স্কিনে বলিউড ভাইজানের সভ্যতা, শালীনতার কথা সবারই জানা। তবে অনেকেই এ ইমেজ অন স্কিনে ধরে রাখতে পারেন না। আর তাই নিয়ে এবার ক্ষেপেছেন বলিউডের এ সুপারস্টার।
সালমানের ক্ষোভের কারণ বিগ বসের ওটিটি প্লাটফর্ম। বর্তমানে বিগ বস ওটিটি-র দ্বিতীয় সিজনে সঞ্চালনার দায়িত্ব পালন করছেন সালমান। দায়িত্ব পালনের মাঝেই শোয়ের বিরুদ্ধে একপ্রকার ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
বিগ বস ওটিটির সর্বশেষ শোতে সালমান জানান, আমি একদমই অশ্রদ্ধা, অসভ্যতা সহ্য করতে পারি না। সেটা যেকোনো বিষয় নিয়েই হোক না কেন? মূলত শোতে অংশ নেয়া কয়েকজনের আচরণে ক্ষুদ্ধ হওয়ার পরই সালমান এমন মন্তব্য করেন।
এবারের সিজনে অংশ নেয়া প্রতিযোগী জাদ হাদিদ এবং আকাঙ্ক্ষা পুরিকে এ নিয়ে তুলোধনাও করেন বলিউড ভাইজান। শো তে দেখা যায়, জাদ হাদিদ এবং আকাঙ্ক্ষা পুরি অনস্কিনে একে অন্যকে চুমু দেয়। এছাড়া বেবিকাকে প্যান্ট খুলে নিতম্ব দেখানোর মতোও অসভ্যতা করতে দেখা যায় জাদকে।
এ প্রসঙ্গে সালমান ভারতীয় সংবাদ মাধ্যমে প্রশ্ন তোলেন। শো তে অংশ নেয়া ওই সব প্রতিযোগীর মূল্যবোধ, বড় হয়ে ওঠা, আমাদের সংস্কৃতির সঙ্গে কি খাপ খায়? আপনারা যা করেছেন তার জন্য আমার কাছে ক্ষমা চাইতে হবে না। এমন মন্তব্যও করেন সালমান।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, এরপরই সালমান জানান, আমি এই শো আর করছি না। এই শো ছেড়ে দিচ্ছি।
তার এমন মন্তব্যে নেটিজেনরা বলছেন, ভারত রক্ষণশীল দেশ হলেও ক্ষমাশীল। কিন্তু সালমান দেশের সংস্কৃতিকে পাবলিকলি এভাবে নিচু করার পক্ষপাতী নয়। আর তাই কোনোভাবেই মেনে নিতে পারেনি বিগ বস ওটিটিতে অংশগ্রহণকারীদের এই অসভ্যতা।
বাংলাদেশ সময়: ১১:৫৩:৩৩ ৪০ বার পঠিত