ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে জেলায় চলতি সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জুলাই) মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট এবং ফোকাল পারসন ডা. ফরহাদ হোসেন হীরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আব্দুর রাজ্জাক নামে এক ষাটোর্ধ ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গাজীপুরের মাওনায় চাকরি করতেন তিনি। ঈদের ছুটিতে ময়মনসিংহের তারাকান্দায় গ্রামের বাড়িতে এসে অসুস্থ বোধ করলে তার ডেঙ্গু ধরা পড়ে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন। গতকাল শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজে নতুন করে পাঁচজন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তির পাশাপাশি মোট ২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত ১২৫ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। ভর্তি হওয়া রোগীদের অধিকাংশ ঢাকা ও এর আশপাশে বসবাস করেন।
বাংলাদেশ সময়: ১৩:২২:৪০ ৪২ বার পঠিত