দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হারল বাংলাদশ

প্রথম পাতা » খেলা » দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হারল বাংলাদশ
শুক্রবার, ৭ জুলাই ২০২৩



দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হারল বাংলাদশ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা যুব দলের সিরিজে শুরুতেই হানা দেয় বৃষ্টি। থেমে থেমে হওয়া বৃষ্টির কারণে বৃহস্পতিবার (৬ জুলাই) ওভার কমিয়েও ম্যাচের ফলাফল আনা যায়নি। ফলে ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে। সংরক্ষিত দিনের সেই লড়াইয়ে খুব কাছে গিয়ে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ডাকওয়ার্থ লুইস মেথডে বাংলাদেশি যুবাদের ১০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

বৃহস্পতিবার নির্ধারিত দিনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সফরকারীদের শুরুটা হয় ভালো। দুই ওপেনারের ৫৯ রানের জুটি সম্ভাবনা দেখাচ্ছিল বড় রানের। তবে রাফিউজ্জামান রাফি একই ওভারে প্রোটিয়াদের দুই ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৩২ বলে ৩৭ রান করেন অধিনায়ক ডেভিড ট্রিগার আর রিচার্ড সেলেটেসোয়েন করেন ২০ রান। তাতে ২৯ ওভারে ১৪৫ রান করে সফরকারীরা। তবে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৩।

বাংলাদেশের হয়ে রাফি সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া বর্ষন ও ইমনের ঝুলিতে গেছে দুটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারে এক উইকেট হারিয়ে ৭ রান করে বাংলাদেশ। এরপর বৃষ্টির কারণে বৃহস্পতিবার আর খেলা মাঠে গড়ায়নি। শুক্রবার রিজার্ভ ডেতে মাঠে নেমে শুরুটা ভালো করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান কেওয়ানা মাফাকার বলে আউট হয়ে ফিরলে দিনের প্রথম উইকেট পায় সফরকারীরা।

এরপর আদিল বিন সিদ্দিক ও শিহাব জেমস লড়াই করেছেন বেশ। তবে মিডল অর্ডারে কেউই ভালো সঙ্গ দিতে পারেননি তাদের। শিহাবের ২৯ রান ছাড়া মিডল অর্ডারে কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। শেষদিকে লড়াই করে যান রাফি। সর্বোচ্চ উইকেটধারী এই বোলার ব্যাট হাতেও করেন দলের সর্বোচ্চ রান। ২৮ বলে তার ২৭ রানের ইনিংস কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় জুনিয়র টাইগারদের।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৫৭   ৪৪ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ