দেশে এসেছে ৫২৮ মেট্রিক টন কাঁচা মরিচ

প্রথম পাতা » অর্থনীতি » দেশে এসেছে ৫২৮ মেট্রিক টন কাঁচা মরিচ
শুক্রবার, ৭ জুলাই ২০২৩



দেশে এসেছে ৫২৮ মেট্রিক টন কাঁচা মরিচ

বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এতে এখন পর্যন্ত দেশে এসেছে ৫২৮ মেট্রিক টন কাঁচা মরিচ।

শুক্রবার (৭ জুলাই) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমদানির অনুমতি দেয়ার পর থেকে বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত দেশে এসেছে ৫২৮.৫৮ মেট্রিক টন কাঁচা মরিচ। এর মধ্যে শুধু বৃহস্পতিবারই দেশে এসেছে ৫৪ মেট্রিক টন কাঁচা মরিচ।

কামরুল ইসলাম আরও জানান, দেশে এখন পর্যন্ত ১৪৮টি আইপির বিপরীতে ৫১ হাজার ৩৮০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়া হয়েছে।

এর আগে, কাঁচা মরিচের ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে সরকার ২৫ জুন মরিচ আমদানির অনুমতি দেয়। এর মধ্যে দুদিন আমদানির পর ঈদের কারণে বন্ধ ছিল আমদানি। তবে ঈদের ছুটি শেষে গত রোববার (২ জুলাই) থেকে আবারও দেশে আসছে আমদানি করা কাঁচা মরিচ।

কামরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৯ লাখ ৬২ হাজার ৪শ ৭৩ টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে এক লাখ ৫৭ হাজার ১৩ মেট্রিক টন পেঁয়াজ।

এছাড়া, ৭৮ হাজার ৯শ টন টমেটো আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে ৩শ ৩০ মেট্রিক টন টমেটো।

বাংলাদেশ সময়: ১৬:১২:৪২   ৪১ বার পঠিত  




অর্থনীতি’র আরও খবর


পুঁজিবাজারে অস্থিরতার জন্য রেগুলেটরদের দায়ী করলেন অর্থ উপদেষ্টা
কর ছাড়ের সুবিধা প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা
বাতিল হচ্ছে ৫৭ লাখ টিসিবি কার্ড, জানালেন বাণিজ্য উপদেষ্টা
নতুন সূচক যুক্ত করে মঙ্গলবার শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি
আর্থিক খাতের দুরবস্থার জন্য ‘কেন্দ্রীয় ব্যাংক দায়ী’



আর্কাইভ