রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারি » রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন
বৃহস্পতিবার, ৪ মে ২০২৩



রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জেলার মৈত্রী বিহার, রাজ বনবিহারসহ সব বৌদ্ধ ধর্মীয় বিহারগুলোতে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনসহ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করছেন জেলার বৌদ্ধাধর্মালম্বীরা।
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি কলেজ থেকে মৈত্রী বিহার পর্যন্ত ধর্মীয় শোভাযাত্রার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি মৈত্রী বিহারের ভিক্ষু উ পঞঞাদীপ মহাথের, জেলার বৌদ্ধ ধর্মীয়গুরুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জেলার মৈত্রী বিহার, রাজবন বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারগুলোতে গৌতম বুদ্ধের মূর্তি স্নান,বৌদ্ধ ধাতু প্রদর্শন,পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্ট পরিস্কার দান, ধর্মীয় আলোচনাসভাসহ দিনব্যাপী নানারকম বৌদ্ধ ধর্মীয় দানানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ সন্ধ্যায় বৌদ্ধ ধর্মীয় বিহারগুলোতে ফানুষ উড়ানোর মধ্যে দিয়ে উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৪০   ৬৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ