মা হারালেন মিঠুন চক্রবর্তী

প্রথম পাতা » ছবি গ্যালারি » মা হারালেন মিঠুন চক্রবর্তী
শুক্রবার, ৭ জুলাই ২০২৩



মা হারালেন মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানি চক্রবর্তী মারা গেছেন। শুক্রবার (৭ জুলাই) মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতার মা।

খবরটি নিশ্চিত করেছেন মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তী।

ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘হ্যাঁ, খবরটা সত্যি। দাদিমা আর আমাদের মাঝে নেই।’

একসময় জোড়াবাগানের বাড়িতে চার ভাই-বোন ও মা-বাবার সঙ্গে থাকতেন মিঠুন। পরে তার মা শান্তিরানি চক্রবর্তীকে নিয়ে যান মুম্বাই। সেখানে তার সঙ্গেই থাকতেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে মিঠুনের সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে।

মিঠুনের মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, ‘মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তার পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।’

বাংলাদেশ সময়: ১৫:৪১:১২   ৩৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির



আর্কাইভ