জাতির পিতার সমাধিতে গোপালগঞ্জ জেলা আওয়ামী যুব মহিলা লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারি » জাতির পিতার সমাধিতে গোপালগঞ্জ জেলা আওয়ামী যুব মহিলা লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩



জাতির পিতার সমাধিতে গোপালগঞ্জ জেলা আওয়ামী যুব মহিলা লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা

বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা আওয়ামী যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার সকালে জেলা যুব মহিলা লীগের সভাপতি পর্শিয়া সুলতানা, সাধারণ সম্পাদক নাহিদা খান মলির নেতৃত্বে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে সেখানে নেতৃবৃন্দ কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মসাৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনায় প্রার্থনা করা হয়।
গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি সাইয়েদা আক্তার পাপিয়া, সাধারণ সম্পাদক বেদারা আক্তার আইরিন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি সোফিদা আক্তার জোনাকি, সাধারণ সম্পাদক মাহমুদা খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি সাবানা খান জেস, সাধারণ সম্পাদক রুবি বিশ্বাসসহ গোপালগঞ্জ জেলার সকল ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:২৪   ৪৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ