ঈদে বাড়ি ফেরা অভিবাসী কর্মীদের স্বাগত জানাল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। বুধবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএমইটির মহাপরিচালক মো. শহীদুল আলম বিভিন্ন ফ্লাইটে দেশে আসা অভিবাসী কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক শোয়াইব আহমদ এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:৪৮:২৯ ৫৬ বার পঠিত