‘দৈনিক সচেতন বাংলাদেশ’ পত্রিকার শুভ উদ্বোধন করলেন স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারি » ‘দৈনিক সচেতন বাংলাদেশ’ পত্রিকার শুভ উদ্বোধন করলেন স্পীকার
রবিবার, ২ এপ্রিল ২০২৩



‘দৈনিক সচেতন বাংলাদেশ’ পত্রিকার শুভ উদ্বোধন করলেন স্পীকার

ঢাকা, ০২ এপ্রিল ২০২৩ :বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে ‘দৈনিক সচেতন বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। এসময় তিনি পত্রিকাটির শুভ উদ্বোধন করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্পীকার বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘দৈনিক সচেতন বাংলাদেশ’ পত্রিকাটি এগিয়ে যাবে। দৈনিক পত্রিকাটি জাতীয় সংসদের সংবাদসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন, নারী অধিকার ও লিঙ্গ সমতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় পত্রিকাটির সম্পাদক মো: ইব্রাহীম খলিল স্পীকারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে তিনি পত্রিকাটি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কে এম শামীম ওসমান এমপি, মাননীয় স্পীকারের একান্ত সচিব যুগ্মসচিব এম, এ, কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো: তারিক মাহমুদ এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:২৩   ৮৩৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গণঅভ্যুত্থানে শেরপুরের দুই শহীদ পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার
স্বৈরাচারমুক্ত বরকতময় দিন উদযাপন করছি : তারেক রহমান
ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
ঈদে সার্বিক নিরাপত্তা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন সেনাবাহিনী প্রধান
চাঁদ দেখা গেছে : আগামীকাল পবিত্র ঈদুল ফিতর



আর্কাইভ