দিনাজপুরে নিজ বাসা থেকে এক কাউন্সিলরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ জুলাই) পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৪ জুলাই) রাত ১০টায় পৌরসভার ইনস্টিটিউট মাঠ সংলগ্ন রেলের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। তিনি পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
স্থানীয়রা জানান, আলম একা ওই বাড়িতে বসবাস করে আসছিল। রোববার সকালে তাকে বাজারে দেখা যায়। এ সময় আলম শারীরিক অসুস্থতার কথা বলে বাসায় চলে যান। গত দুই দিন তাকে কেউ দেখতে পায়নি। মঙ্গলবার সন্ধ্যার পর তার বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন। এ সময় পুলিশ বাসায় ঢুকে খাটের ওপর অর্ধগলিত মরদেহ দেখতে পান।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৬:২৩:২৪ ৫১ বার পঠিত