আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রথম পাতা » খেলা » আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
বুধবার, ৫ জুলাই ২০২৩



আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টা পরই আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের নিয়মিত অধিনায়ক তামিম পুরোপুরি ফিট না হয়েও এই ম্যাচে খেলবেন। তবে তামিমকে ছাড়াও আর কাদের নিয়ে একাদশ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট তা এক নজরে দেখে নেয়া যাক।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। মঙ্গলবার (৪ জুলাই) সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিজেই জানিয়েছেন, তিনি শতভাগ ফিট নন। তবুও আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন তিনি।

এদিকে তিন পেসারকে নিয়ে একাদশ সাজানোর ইচ্ছা কোচের। আর এবার চট্টগ্রামের পিচও তৈরি করা হয়েছে পেস বান্ধব। যার কারণে বাংলাদেশের একাদশে তিন পেসার দেখার সম্ভাবনা রয়েছে অনেক।

ওপেনার তামিমের সঙ্গে দেখা জেতে পারে লিটন দাসকে। আর তিন, চার ও পাঁচে দেখা জেতে পারে যথাক্রমে শান্ত, সাকিব ও তাওহিদ হৃদয়কে। এরপর ছয়ে মুশফিক এবং তার সঙ্গে ফিনিশিংয়ে ব্যাটিং করতে দেখা জেতে পারে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজকে।

এদিকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল অবস্থান করছে সাত নম্বরে আর আফগানিস্তান নয়। র‍্যাঙ্কিংয়ের মতো এই দুই দলের লড়াইতেও এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হয়েছে ১১ বার। এর মধ্যে বাংলাদেশের জয় ৭টি, আর আফগানিস্তানের ৪টি। ঘরের মাঠেও এগিয়ে বাংলাদেশ। ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ৭ ম্যাচ খেলেছে টাইগাররা; তাতে বাংলাদেশের জয় চারটি, আফগানদের তিনটি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

বাংলাদেশ সময়: ১২:০৪:২৮   ৪৭ বার পঠিত  




খেলা’র আরও খবর


বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ



আর্কাইভ