ঢাকা ৪ জুলাই ২০২৩ : একাদশ জাতীয় সংসদের আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩০তম বৈঠক কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মোঃ আব্দুল মজিদ খান, গ্লোরিয়া ঝর্ণা সরকার ও খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশগ্রহণ করেন।
বৈঠকে পারিবারিক আদালত বিল,২০২৩ এর উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় এবং কতিপয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
বৈঠকে সচিব, আইন ও বিচার বিভাগসহ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:২৮:৩৫ ৪৮ বার পঠিত